বরিশাল পৌরসভা নির্বাচন
নির্বাচন ঘিরে দ্বন্দ্ব সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশালের মেহেন্দীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। অন্যদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। বিস্তারিত কালের কণ্ঠ’র প্রতিনিধিদের সংবাদে।
বরিশাল : বরিশালের মেহেন্দীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা আফসার সিকদার (৫৮) গতকাল সোমবার হাসপাতালে মারা গেছেন। তিনি মেহেন্দীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনেছেন তিনি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। পুলিশ কাজ করছে। এদিকে পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূরুল হক জমাদ্দার বলছেন, তাঁর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদারের হামলায় আফসার নিহত হয়েছেন। নূরুল হক বলেন, গত রবিবার দুপুরে পাতারহাট আরসি কলেজের সামনে গেলে তাঁর কর্মী মোস্তাফিজুর রহমান ফয়েজের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলরসহ ৮ থেকে ১০ জন। এ খবর পেয়ে আফসার সেখানে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার চোকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে এবং ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণ ঘটনায় ভেদরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।