ঢাকায় তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-৮
মোহাম্মদ হাসানঃ রাজধানীর ঢাকার মোহাম্মাদপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮।
গ্রেফতারকৃত মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়িয়া থানার মো. আলী মিয়ার ছেলে মো. শাহীন আলম (২৮), আব্দুর রউফ গাজীর ছেলে মো. মনির হোসেন (৩৮) ও ঢাকার মোহাম্মাদপুরের আসাদ এভিনিউ এলাকার সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেএমবি’র সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।
গেলো দিন ২৬ জানুয়ারি মঙ্গলবার রাতে বরিশাল র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে । তারা দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতো।
বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্ট ছিলো। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।