মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় ৪ মেয়র ১১৪ কাউন্সিলর’র মনোনয়ন জমা
মোহাম্মদ হাসানঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে চলতি পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মীরসরাই ও বারইয়াহাট পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গেলোদিন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দিনশেষে মীরসরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনীত বর্তমান মেয়র গিয়াস উদ্দিন ও বিএনপি মনোনীত নূর মোহাম্মদ দুই মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বারইয়াহাট পৌরসভায়ও মেয়র পদে এ দুই দলের মনোনীত দুই প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম খোকন বিএনপির দিদারুল আলম মিয়াজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার মীরসরাই ও বারইয়ারহাট এ দুই পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ১১৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মীরসরাই পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেছেন, মীরসরাই ও বারইয়াহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের দুইজন এবং বিএনপির দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মীরসরাই পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯জন, সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ড ১ (১,২,৩) এ রিজিয়া বেগম আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে যাচ্ছেন। বারইয়াহাট পৌরসভায় ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬২জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ, আগামী ৪ তারিখ যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৪ ফেব্রুয়ারি থেকে প্রচার প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা।