ভারতের তৈরি ১ কোটি ৭০ লাখ ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ১ কোটি ৭০ লাখ ডোজের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন এই বছরের প্রথম চার মাসের মধ্যেই পাওয়া যাবে।
ভারতে তৈরি অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের এক কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ হাজার ৮০২ জন
« একুশ বিশিষ্ট ব্যাক্তি পাচ্ছেন এবারের ‘একুশে পদক’ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাইকে খুনের দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড, মা-বোনের যাবজ্জীবন »