প্রাণের ৭১

দেশের আশি উর্ধ্বো বয়সী ইঞ্জিনিয়ার মোশাররফ নিলেন করোনার টিকা

মোহাম্মদ হাসানঃ সারা দেশে গণহারে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের প্রথম দিনই করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ ৭ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি করোনার টিকা গ্রহণ করেন।

প্রসঙ্গত, আজ সারা দেশের একহাজার পাঁচটি টিকা কেন্দ্রে নিজ নিজ এলাকার সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, রাজনীতিবিদসহ জনপ্রতিনিধিরা টিকা নেবেন। তারা এই টিকা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য অন্যদের উদ্বুদ্ধ করবেন এবং বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের টিকা নেওয়ার সুযোগ করে দেবেন।

তাছাড়া দেশের আশি উর্ধ্বো বয়সী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ করোনার টিকা নিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*