বারইয়ারহাটে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: রেজাউল করিম খোকন

মোহাম্মদ হাসানঃ বারইয়ারহাট পৌরসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে; প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও বাড়ছে। প্রতিদিন পৌর এলাকার কোথাও না কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। আজ রবিবার সকাল থেকেও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণায় নামেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন।
সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে ভোটারদের আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে এসে হাসিমুখে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান রেজাউল করিম খোকন।
এসময় তাঁর সাথে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« আজ অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) রক্ত দিয়ে লিখেছি ভাষার অক্ষর: শেখ হাসিনা »