প্রাণের ৭১

২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি ইকবাল গ্রেপ্তার

মোহাম্মদ হাসানঃ ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ইকবাল হোসেন কে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জঙ্গি ইকবাল হরকাতুল জিহাদ এর সঙ্গে জড়িত।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ আজ ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান।

এরপর এ বিষয়ে র‍্যারের মহাপরিচালক রাজধানীর কাওরান বাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

তিনি বলেন, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের (মৃত্যুদণ্ড কার্যকর) নির্দেশে ইকবাল একুশে আগস্ট আওয়ামী লীগের ওই সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করেছিল।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই নৃশংস হামলায় ২৪ জন নিহত ও নেতাকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।

মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*