প্রাণের ৭১

Tuesday, March 9th, 2021

 

একাত্তরের এই দিনেঃ ৯ মার্চ: মোহাম্মদ হাসান

৯ মার্চ ১৯৭১ । একাত্তর সালের আজকের উত্তাল এই দিনে ঢাকার ঐতিহাসিক পলটন ময়দান এ অনুষ্ঠিত এক বিশাল জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হমিদ খান ভাসানী ভাষণ দেন। বাঙালির স্বাধীনতা আন্দলনের প্রতি একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী তাঁর চিরাচরিত দরাজ কন্ঠে ঘোষণা দিলেন, ” হে বাঙালিরা, আপনারা মুজিবের উপর বিশ্বাস রাখেন, তাকে খামোকা কেউ অবিশ্বাস করবেন না, কারন মুজিবকে আমি ভালো ভাবে চিনি ”। মজলুম জননেতা ভাসানী পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, ”অনেক হয়েছে আর নয় , তিক্ততা বাড়িয়ে লাভ নেই । লা- কুম দ্বিনিকুম অলইয়া দ্বিন’র মতোআরো পড়ুন