ফ্রান্স থেকে আরও ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ
কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে আরও প্রায় ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ।
ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চালানসহ এ পর্যন্ত ফ্রান্স মোট ৫৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা দিয়েছে বাংলাদেশকে।
সোমবার মধ্য রাতে এমিরেটসের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ লাখ ২৬ হাজার ১০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান নিয়ে পৌঁছেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাস মহামারি আঘাত হেনেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সারা বিশ্বের বেশিরভাগ মানুষকে টিকাদান কর্মসূচির আওতার আনার উদ্দেশ্যে ফ্রান্স সরকার সবার সঙ্গে টিকা ভাগ করে নেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।
« চট্টগ্রাম উঃজেলা আ’লীগের উপদেষ্টা হলেন নুরুল আবছার বাবুল (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) যাচাই করে নিন দৃষ্টিশক্তি, ছবিতে কয়টি নাম্বার দেখতে পাচ্ছেন? »