তোমায় হারায় পিতা
তোমায় হারায় পিতা
কুতুব বখতেয়ার
বঙ্গোপসাগরে সবাই
ঢেউয়ের শব্দ শুনে
আর আমি প্রতিনিয়ত শুনছি
বঙ্গপিতা তোমার রক্তের গর্জন।
প্রতিদিন ভোরে সবাই
পাখির কন্ঠে শুনে মিষ্টি গান
পিতা আমি শুনি ৭মার্চের
তোমার সেই বজ্র আহ্ববান।
কি বলছে ওরা???
তোমাকে হারিয়ে,
তোমার শোকে ওরা কাঁদছে!!!
মন আমার বলে
আমি কাদবোনা,
আমিতো তোমায় হারায়নি,
তুমি মিশে আছ
বাংলাদেশ জুড়ে,
মাঠে ঘাটে, জলে স্থলে
তোমাকে হারালেতো
স্বপ্নেরা সব যাবে বিফলে।
« শেখ হাসিনার সাহসিকতার প্রতীক পদ্মা সেতু – এম এ কাশেম (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাংলাদেশের লাল শাড়ীতে ওটেলিয়া »