মায়ানীতে কঠিন চীবর দানোৎসবে আবুল হোসেন বাবুলকে সম্মাননা প্রদান
মোহাম্মদ হাসানঃ বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে মায়ানী তথাগত বিদর্শরাম ও ত্রিপিটক গবেষনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর মঙ্গলবার মায়ানী তথাগত বিদর্শরাম ও ত্রিপিটক গবেষনা কেন্দ্রের প্রতিষ্টাতা অধ্যক্ষ, শিক্ষাবিদ সুদেশক শ্রীমৎ শাসন বংশ মহাস্থবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবুল হোসেন বাবুল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান শেষে আবুল হোসেন বাবুল উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।
কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন। এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন।
দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের তা দান করে। সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশ প্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হয়।