Friday, December 23rd, 2022
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল হোক: আবুল হোসেন বাবুল
মোহাম্মদ হাসানঃ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামীকাল ২৪ ডিসেম্বর শনিবার। ইতিমধ্য সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে জানিয়ে সম্মেলনের সাফল্য কামনা করে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন বাবুল । তিনি বলেন, এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। আমি এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। সফল হউক আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল।