ওমান মীরসরাই সমিতি গঠন করেছে প্রবাসীরা
মোহাম্মদ হাসানঃ মানবিক কাজে অংশগ্রহণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মীরসরাই প্রবাসীরা গঠন করেছে ওমান মীরসরাই সমিতি। গতকাল শুক্রবার দেশটির রাজধানী মাস্কাট শহরের কুরুম পার্কে প্রায় শতাধিক মীরসরাই প্রবাসীকে নিয়ে সভা ও মিলনমেলার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
এ সময় নুরুল করিমের সঞ্চালনায় ওমান মাস্কাটের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও ওমান মীরসরাই সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরো আয়োজনের পরিচালনা করেন কামরুল ইসলাম ও তাইজুল ইসলাম।
পরে সকল সদস্যের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি ঘোষণা গঠন করা হয়। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া পর্যন্ত সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুল করিম, ইমাম হোসেন ও মোহাম্মদ সাকিব।
আহবায়ক কমিটি জানায়, খুব শিগগিরই ওমান মীরসরাই সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
« স্বাধীনতা জাতির শ্রেষ্ঠতম অর্জন- আবুল হোসেন বাবুল (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) শেখ হাসিনাই আমাদের শেষ ভরসাস্থল: আবুল হোসেন বাবুল »