প্রাণের ৭১

Monday, August 5th, 2024

 

শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে বিক্ষোভকারীদের হামলা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদত্যাগ করে দেশ ছাড়ার পর উল্লাসীত বিক্ষোভকারীরা তাঁর সরকারি বাসভবন গণভবনে হামলা চালায়। এএফপি জানায়, শত শত মানুষ হাসিনার সরকারি বাসভবনের গেট ভেঙ্গে ঢোকার আগে সোমবার সকালে উল্লাসীত বিক্ষোভকারী জনতা ঢাকার রাস্তায় কেউ কেউ পতাকা নাড়ায় আবার কেউ নাচতে থাকেন।


ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন

শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সভাপতির কার্যালয়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে এই আগুন দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা সেখানে স্লোগান দিচ্ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতে থেকেই পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বাড়িতেই সপরিবারে হত্যা করা হয়। পরে বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যও ভাঙচুর করে আরেকদল মানুষ। প্রধানমন্ত্রী বাসভবনআরো পড়ুন


সোমবার বিকালে শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশ ছেড়ে আগরতলায় শেখ হাসিনা

প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশে যাওয়ার খবরের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শেখ হাসিনা আগরতলা পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লিখেছে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে ভারত। এর আগে রয়টার্স বলেছিল, সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা।


অন্তর্বর্তী সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “সমস্ত হত্যা, সমস্ত অবিচারের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আপনারা আশাহত হবেন না।” সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চ কর্মসূচিতে ছাত্র-জনতার রাজপথে নেমে আসার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেআরো পড়ুন


অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১৩ পুলিশ এবং কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক সদস্য  নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি থানা ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।


অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ দেশবাসীর উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আজ বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা চমৎকার আলোচনা করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ সেনা প্রধান বলেন, ‘দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে।’ চলবে …