প্রাণের ৭১

পাকিস্তানে শিয়া-সুন্নী দাঙ্গায় নিহত ৩৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান শিয়া-সুন্নীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। টানা ষষ্ঠ দিনের সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। পেশোয়ার থেকে স্থানীয় এক কর্মকর্তা শুক্রবার এএফপি’কে এ কথা জানিয়েছেন।
আধা-শায়ত্বশাসিত খুররম জেলায় শিয়া-সুন্নীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। গত কয়েক বছরের সংঘর্ষে কয়েকশ’ লোকের প্রাণহানি ঘটেছে।
চলতি বছরের জুলাইতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের ৩৫ জন নিহত হয়ে। উত্তেজনা প্রশমনের চেষ্টায় প্রশাসন সম্প্রদায় গুলোর মুরব্বীদের সঙ্গে কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের পাশাপাশি মর্টারের গোলা নিক্ষেপ করায় সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩৭ জন নিহত ও অপর ১৫৩ জন আহত হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারে নিযুক্ত আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ২৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা সত্ত্বেও  জেলার ১০টি এলাকায় ভারী অস্ত্রের যুদ্ধ অব্যাহত রয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*