প্রাণের ৭১

চট্টগ্রামে মানবাধিকার কর্মী সাইফুল ভুঁইয়ার উপর বর্বরোচিত হামলা

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” মান্নাদের গানের কথাটি প্রতিটি সমাজ সেবক মনে প্রানে ধারন করেন। তেমনি একজন তরুন সমাজসেবক মানবাধিকার কর্মী চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জনাব সাইফুল ভুঁইয়া। গত ৫ই আগস্টে ইউনুস সরকার ক্ষমতা গ্রহনের পর হতে জনাব সাইফুল বিভিন্ন অজ্ঞাত ব্যাক্তি দ্বারা হত্যার হুমকি পেয়ে আসছিল।  কিছুদিন আগে তার নিজের মালিকানাধীন জমি থেকে কিছু দুর্বৃত্ত জোর করে ডিজেল চালিত মেশিন দিয়ে  মাটি ও বালি উত্তোলন করে নিয়ে যেতে চাইলে তিনি ৯৯৯ এ  ফোন করে পুলিশ ডাকলে দুর্বৃত্ত গুলো পালিয়ে যায়। গত ৫ই ডিসেম্বর দুপুরের পর নিজ কর্মস্থল থেকে ব্যাংকে ব্যবসায়ের টাকা জমা দিতে  যাওয়ার পথে শুভপুর ব্রিজ এলাকায় পথরোধ করে  হামলা চালিয়ে প্রচন্ড মারধর করে সাথে থাকা টাকা, বাজারের ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং জোর করে গাড়িতে করে পার্শ্ববর্তী করেরহাট বাজারে নিয়ে দ্বিতীয়বার অমানুষিকভাবে মারধর করে, পুলিশে ফোন দেয়। পুলিশ আসলে মারধর করে আওয়ামীলীগ এর দোষর বলে পুুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে সন্ত্রাসী সাজিয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করার জন্য,  তখন শারীরিক অবস্থা অবনতি ঘটলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় । জানা যায় হামলাকারীরা বর্তমান ক্ষমতাসীন সরকারের সুবিধাভোগী এবং তারা নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে ।  প্রচন্ড মারধরের পর মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনি সমাজ সেবা কার্যক্রম যেমন দরিদ্রের  ত্রান বিতরন, রোহিঙ্গা শরনার্থীদের সাহায্য সহযোগীতা, রক্তদান কর্মসূচি, প্রবাসে মৃত ব্যাক্তিদের লাশ দেশে পাঠানো,  অসহায় দরিদ্রদের সহযোগিতা, বন্যা দূর্গতদের সাহায্য পরিচালনা  করতে গিয়ে পূর্বের ক্ষমতাসীর সরকারের দায়িত্বশীল নেতাকর্মী ও প্রশাসনের অনেক কর্তাব্যাক্তিদের সাথে সাইফুল ভুঁইয়ার  অনেক গ্রুপ ছবি সামাজিক মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত হয়,  এসব ছবিকে ইস্যু করে কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী পরিচয় দিয়ে  তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
সমাজসেবক সাইফুল ভুঁইয়া ২০০৯ইং সালে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে যায়। সেখানে কাজের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হন।  সেখানে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেন।  মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, অসহায় প্রবাসীদের সহযোগীতা, বাংলাদেশের বিভিন্ন দূর্যোগে সাহায্য সহযোগীতা করা সহ বিভিন্নভাবে মানবিক কাজে নিজেকে জড়িত করেন। দীর্ঘ ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০১৯ইং সালে তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশে তিনি স্থানীয়  শুভপুর বাজারে  ব্যাবসা শুরু করেন। পাশাপাশি মিরসরাইতে জনসেবামূলক কার্যক্রম চালাতে থাকেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন, মিরসরাই শাখার সাথে তিনি মানবিক কার্যক্রমে অংশগ্রহন করে। এছাড়াও গত ২০২৪ইং আগস্টের বন্যাতে বন্যাদূর্গতদের  মানবিক সাহায্য সহযোগীতায় অংশ নেন।

সাইফুল ভুঁইয়ার উপর নির্যাতন এর প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা ও মানবাধিকার কর্মী, গণ্যমান্য ব্যাক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বর্তমানে সমাজ সেবক মানবাধিকার কর্মী সাইফুল ভুঁইয়া স্ত্রী ও ২ সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন।  তাকে সাথে যোগাযোগ করার জন্য ফোন করলে পাওয়া যায় নি। আমাদের সংবাদ কর্মী মিরসরাইয়ে নাম প্রকাশে অনিচ্ছুক  বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই সংবাদটি তৈরি করেছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*