February, 2025
হাসপাতালে আওয়ামী লীগ নেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন।
অসুস্থ বোধ করায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মাধ্যমে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়। এসময় তিনি পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন। পরে তাঁকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত প্রিজনার্স ওয়ার্ডে রাখা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেখভাল ও পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়া গেল বছরের ২৭ অক্টোবর ঢাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।আরো পড়ুন