গাজীপুরে জাহাঙ্গীর, খুলনায় খালেক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আলম। আর খুলনা সিটিতে মনোনয়ন পেয়েছেন তালুকদার আবদুল খালেক। আজ রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
এর আগে রোববার রাত ৮ টার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়।
সভায় প্রার্থীদের বিষয়ে আলোচনা শেষে জাহাঙ্গীর আলম ও তালুকদার আবদুল খালেকের মনোনয়ন চূড়ান্ত হয়।
গাজীপুর ও খুলনা দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ মে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১২ এপ্রিল। আর মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ ও ১৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।
(পরবর্তি সংবাদ) মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান »