ইরানের পরমাণু সমঝোতা রক্ষার তাগিদ পুতিন-ম্যাক্রোঁ
ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রোববার টেলিফোনে আলাপ করার সময় দুই প্রেসিডেন্ট এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
রোববার এক বিবৃতিতে রাশিয়া বলেছে, প্রেসিডেন্ট পুতিন ও ম্যাক্রোঁ ট্রাম্প ওই টেলিফোনালাপে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
টেলিফোন সংলাপে দুই প্রেসিডেন্ট সিরিয়া পরিস্থিতি এবং ইউক্রেনে শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এর পরিপ্রেক্ষিতে ইরান ২০১৯ সালের ৮ মে পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এটিতে নিজের দেয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে।
গত ৫ জানুয়ারি তেহরান ঘোষণা করে, দেশটি এখন থেকে পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা মেনে চলবে না।
তবে ইউরোপিয়ানরা তাদের কথা রাখলে তেহরান পরমাণু সমঝোতা রক্ষা করবে এবং নিজের প্রতিশ্রুতিগুলো আবার বাস্তবায়ন করা শুরু করবে।