নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাতের ঘটনায় আরেকজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বাড়লো। সোমবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
মৃতের এ সংখ্যার মধ্যে এমন দুই লোক রয়েছে যাদের লাশ উদ্ধার করা হয়নি।
ডেপুটি কমিশনার জন টিমস বলেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে পুলিশ আরেক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।’
এ ঘটনায় অস্ট্রেলিয়ার হাসপাতালে মৃত্যুর ক্ষেত্রে এ ব্যক্তি হচ্ছে দ্বিতীয়। তার নাম প্রকাশ করা হয়নি।
গত ৯ ডিসেম্বর সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সময় ৪৭ ব্যক্তি দ্বীপটি সফর করছিলেন। এদের অধিকাংশ অস্ট্রেলিয়ার নাগরিক ছিল।
« স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৮ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মেক্সিকোর গণকবর থেকে ২৯টি মরদেহ উদ্ধার »