প্রাণের ৭১

স্কুলবাস খাদে পড়ে গিয়ে ২৬টি শিশুর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্কঃভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে গিয়ে ২৬টি শিশুর মৃত্যু হয়েছে।

 

সংবাদ মাধ্যমগুলো বলছে, একটি প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের বহনকারী বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়, এবং গড়াতে গড়াতে পাহাড়ের ঢালের মাঝামাঝি আটকে যায়।

 

হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ২২০ কিলোমিটার দূরে কাংড়া জেলায় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

 

বাসটির আরোহী ছাত্রছাত্রীরা অধিকায়শই ছিল পঞ্চম শ্রেণী বা তার নিচের ক্লাসের পড়ুয়া।

 

বাসটির ভেতরে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে ৯০ কিলোমিটার দূরের পাঠানকোটের হাসপাতালে নেয়া হয়েছে।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি দেবার কথা ঘোষণা করেছেন বলে সংবাদ মাধ্যমগুলো বলছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*