প্রাণের ৭১

জাতীয়

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মোহাম্মদ হাসান চট্টগ্রামঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষ মিলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দোহাজারী সাঙ্গু ভ্যালী কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী স্বাধীন পরিবহনের অপর একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দু’টি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুছড়ে যায়। এতে ভাগ্যক্রমে দু’বাসের অসংখ্য যাত্রী প্রাণে রক্ষা পেলেও কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন সাতকানিয়ার পলিয়াপাড়া এলাকার উম্মে হাফসা, কক্সবাজারের চকরিয়া এলাকার নুর হোসেন, উখিয়া এলাকার মোঃ রফিক, সাতকানিয়ার মিয়ার বাড়ির মোঃ মুজিব রহমান, কর্ণফুলী থানার দৌলতপুর এলাকার শামসুল আলম, চকরিয়া এলাকার রাজিয়া বেগম। আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস দু’টি উদ্ধার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত বলেন, ‘দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।‘ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*