টাবুর উস্কানিতেই গুলি চালান সালমান
জেলে যেতে হলো সালমান খানকে। কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের সাজা হয়েছে তার। বলিউড `ভাইজান`-এর সাজা ঘোষণা হওয়ার পরই আশঙ্কার মেঘ বলিউডে। কিন্তু জানেন কি কৃষ্ণসার হরিণ দেখে গুলি চালাতে কে সালমানকে উৎসাহ দিয়েছিলেন? কার উসকানিতে সালমান এ কাজটি করেন?
জানা যায়, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে যখন শিকারে বের হন সালমান খান, সেই সময় তার সাথে ছিলেন সাইফ আলি খান, টাবু, নীলম এবং সোনালী বেন্দ্রে। কিন্তু, কৃষ্ণসার দেখে সালমানকে গুলি চালাতে উৎসাহ দেন টাবু। এরপরই `হাম সাথ সাথ হ্যায়`-র শুটিং চলাকালে সালমান খানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রায় ২০ বছর পর কৃষ্ণসার হত্যা মামলার সাজা ঘোষণা করল আদালত।
এদিকে, কৃষ্ণসার হত্যা মামলায় সালমান খানের সাজা ঘোষণা করা হলেও, বেকসুর খালাস পান সাইফ আলি খান, টাবু, নীলম এবং সোনালী বেন্দ্রেরা।
« তালুকদার আব্দুল খালেকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আ. লীগে উচ্ছ্বাস, বিএনপিতে বিভক্তি »