চীনা সাংবাদিক ফাং হঠাৎ নিখোঁজ কেন!
ফাং বিন নাগরিক সাংবাদিকতা করতেন। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হুবেই প্রদেশের রাজধানী উহানে। সেখানকার প্রকৃত অবস্থা তুলে ধরতে চেয়েছিলেন ফাং। করোনাভাইরাসের কারণে চীনের বাকি অংশ থেকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে উহানকে।
কিন্তু সেখানে আসলে কী হচ্ছে, তা-ই তুলে ধরার চেষ্টা করেছিলেন ফাং।
বিবিসি জানিয়েছে, ফাং অনলাইনে করোনাভাইরাস নিয়ে বেশ কিছু ভিডিও পোস্ট করেন। কিন্তু তার চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়।
ফাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনলাইনে যারা তার অনুসারী ছিলেন, তারাও নিখোঁজ হয়ে যেতে পারেন এমন আশঙ্কায় আছেন। ফাং উহানের ব্যবসায়ী।
« যুবকের গলাকেটে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বসন্তের প্রথম দিনে এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে হাজারও মানুষের ভীড় »