আমার শেষ রক্তবিন্দু দিয়ে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন করে যাবো -রেজাউল করিম চৌধুরী
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার রাতে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাঁর মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ।
মনোনয়ন পাওয়ার পর গণভবন থেকে প্রতিক্রিয়ায় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার দীর্ঘদিনের রাজনীতিতে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সম্মানিত করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চট্টগ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। চট্টগ্রামবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই আমাকে সহযোগিতার জন্য, নির্বাচিত করে সেবা করার সুযোগ দেয়ার জন্য। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই।
রেজাউল করিম চৌধুরী বলেন, এই চট্টগ্রামে আমি মহিউদ্দিন ভাই (প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী), মান্নান ভাইয়ের (প্রয়াত এম এ মান্নান) সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। জীবনে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। নেত্রীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন করার জন্য চেষ্টা করব।