প্রাণের ৭১

কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ: রজনীকান্ত

দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে এক সময়ের জনপ্রিয় নায়ক রজনীকান্ত বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ হয়েছে।’

 

সংশোধিত নাগরিকত্ত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

রজনীকান্ত বলেন, ‘অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা। প্রথম থেকেই এই ধরণের সংঘর্ষ শক্ত হাতে দমন করতে হতো। কেন্দ্রীয় গোয়েন্দারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আমি কেন্দ্রের সরকারের ভূমিকার তীব্র নিন্দা করছি। গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়বদ্ধতা।’

 

ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে তার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি বিজেপির ‘মুখপত্র’ নন।

 

সম্প্রতি এই নায়ক সিএএ-এর পক্ষে সমর্থন দেন। তিনি বলেন, ‘সিএএতে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি।’ এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেন রজনীকান্ত।

 

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে দিল্লিতে ২৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২শ’ জনেরও বেশি লোক।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*