প্রাণের ৭১

উহান থেকে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের ২৩ নাগরিক।

একটি বিশেষ বিমানে করে চীনের উহান থেকে ভারতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি নাগরিক।

 

করোনাভাইরাসের কারণে উহানে আটকা পড়া ওই বাংলাদেশিরা বৃহস্পতিবার অন্য ভারতীয়দের সঙ্গে দিল্লিতে পৌঁছান।

 

বৃহস্পতিবার সকালে ভারতীয় হাই কমিশনের এক ফেসবুক পোস্টে এতথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, উহান থেকে ২৩ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে করে পৌঁছেছেন। দিল্লির শহরতলিতে অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের কোয়ারেনটাইনে (পৃথক করে রাখা) রাখা হবে।

 

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরারেস প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে প্রায় ৪০টি দেশে। বিশ্বে করোনায় আক্রন্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ২৭শ’র বেশি মানুষের।

 

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে গত ১ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে ৩১৪ বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে নিয়ে গিয়ে ১৪ দিনের জন্য কোয়েরান্টাইনে রেখে তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*