টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকাবে জানা যায়নি। রোববার দুপুরে টঙ্গী জংশনসংলগ্ন নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি টঙ্গী জংশন অতিক্রম করে নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন। স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
টঙ্গী হাসপাতালের আরএমও মো. পারভেজ হোসেন জানান, হাসপাতালে আসা আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।