সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী

মোহাম্মদ হাসানঃ চিরায়ত বাংলা ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সম্প্রচারমাধ্যমে সরকার প্রধানের এই ভাষণ প্রচার করা হবে। ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন।
« মীরসরাইয়ের চৈতন্যেরহাটে ত্রাণের চালসহ ১ব্যাক্তি আটক! (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সস্মিলিতভাবে করোনাভাইরাসজনিত মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ-প্রধানমন্ত্রী »