প্রাণের ৭১

২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশ করবেন মুক্তিযোদ্ধারা কোটা ষড়যন্ত্র প্রতিহতের ডাক

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী।

আহাদ চৌধুরী বলেন, কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে বসে থাকতে পারেন না। এই হীন চক্রান্তকে প্রতিহত করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আগামী ২৪ এপ্রিল বেলা দু’টায় শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি সকল মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজ দ্বিধা-দ্বন্দ্ব নয়, কোনো বিভাজন নয়, নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। এসময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মিনহাজুর রহমান, সেলিম চৌধুরী, সালাম মজুমদার, মাহমুদ আসালত, মীর সমীর প্রমুখ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*