প্রাণের ৭১

ধামরাইয়ে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকার ধামরাইয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তিন জন ডাকাত দলের সদস্য এবং মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ধামরাই-কালামপুর সড়কে কেলিয়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে এরা নিহত হয়েছেন বলে দাবি র‌্যাব সদস্যদের।

র‌্যাব ২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, বিকেলে কেলিয়ার একটি রাস্তাদিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মোটা অঙ্কের টাকা ভর্তি একটি গাড়ি যাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এবং ওই টাকাসহ গাড়িটি ডাকাতদের কবলে পড়তে পারে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টহল দল দুপুরের পর ওই এলাকায় যায়। টহল দল যাওয়ার সময় কেলিয়া এলাকায় একটি রাস্তার মধ্যে তিনটি মোটরসাইকেলে বেশ কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এসময় র‌্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়িভাবে গুলি ছুড়তে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আক্রমণকারীদের তিনজন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় র‌্যাবের দুই সদস্য এসআই রাজ্জাক ও সোহেল আহত হন। এই ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলযোগে ডাকাত দলের বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*