মীরসরাইয়ে করোনা সচেতনতায় ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের মতবিনিময় সভা
মোহাম্মদ হাসানঃ প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে, মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ্বী নুর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মফিজ মাষ্টার, আবদুল হালিম মাষ্টার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোস্তফা কামাল চৌধুরী লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দীকি মাসুদ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী, আবুতোরাব জগন্নাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি মনোনঞ্জন দাশ প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবন্দ ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন সমজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপস্থিত সকলকে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করার আহবান জানান।