প্রাণের ৭১

মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি

সামিয়া রহমান

এই উন্নয়ন দিয়ে কি হবে! যে উন্নয়নে সাধারণ মানুষ সেবা পায় না! মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি। কাগজে কলমে অনেক কিছুই। এখন মনে হয়, বাস্তবে আদতে শূন্য । …. শূন্য শূন্য শূন্য।

 

কেন স্বাস্থ্য খাতে এতোটাই দুর্দশা? কেন আইসিউ স্থাপনে জেলা, উপজেলা বা শহরে এতোটাই কার্পণ্য? টাকাতো যথেষ্ট বরাদ্দ হয়।

যায় কোথায়? কেউ কি দেখার নেই? কেউ নেই? শুধু ঝুলি ভরা বুলি! এতোদিনেও নেই কেন বলবেন কি? কেন একটা হাসপাতালে ভর্তি হতে মানুষকে আজ পাগলের মতো ছুটতে হবে? কেন করোনা পরীক্ষার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও সুযোগ মিলে না? কেন মৃত ও আক্রান্তের সংখ্যা এতো বাড়ার পর টেস্টের সংখ্যা বাড়ে না? কেন স্বাস্থ্য খাতের প্রকাশ্য দুর্নীতির পরও কোনো বিচার নেই? আমাদের দেশের এমপিকে ধরে অন্য দেশ, মানব পাচারের দায়ে। মন্ত্রী বলেছিলেন, এমপি নাকি ব্যবসা করে! সরকারের নজরদারিতে এতো ছিদ্র কেন? এতো সব প্রশ্ন- কিন্তু কেউ উত্তর দেবে না। কেউ কি উত্তর দেবেন? নাকি শুধু আদেশ করে বলবেন, সরকারের নির্দেশনা মেনে চলুন???

(ফেসবুক থেকে সংগৃহীত)



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*