রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২
রাজবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) গণধর্ষণ করার পাশাপাশি সে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে তা ছড়িয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় ৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) গণধর্ষণ করার পাশাপাশি সে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে তা ছড়িয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় ৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের করম আলী ফকিরের ছেলে আলামিন ফকির (১৮), বাচ্চু মিয়ার ছেলে বিপুল মিয়া (১৮), আবু বক্কার মিয়ার ছেলে আশরাফুল মিয়া (১৮), মোকছেদ মিয়ার ছেলে আছির উদ্দিন মিয়া (২৩), গেদু মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৮), কামাল মিয়ার ছেলে জনি মিয়া (১৮), আনোয়ার ফকির আনুর ছেলে তারেক ফকির (২২) এবং আব্দুস সাত্তার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২০)।
ওই ছাত্রীর বাবা জানান, করোনার প্রাদুর্ভাব শুরুর আগে তার মেয়েকে স্কুল যাওয়া আসার পথে আসামিরা উত্যক্ত করতো। যে কারণে তিনি বিষয়টি ওই সব আসামিদের অভিভাবকদের অবহিত করেন। তবে তারা কর্ণপাত করেন নি বরং আসামিরা উল্টা তার মেয়ে ক্ষতি করতে উঠে পরে লাগে। গত রবিবার সন্ধ্যা রাতে তার মেয়ে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে যায়। সে সময় আলমিন ফকির জরুরি কথা আছে বলে মেয়েকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে আলামিন ফকির তাকে একটি আম বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে যাবার পর আলামিন ও বিপুল মিয়া তার মুখআটকিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ওই সময় অন্যান্য আসামিরা মেয়ের শরীর স্পর্শ করার পাশাপামি তাদের মোবাইল ফোনে সে দৃশ্য স্টিল ও ভিডিও ছবি আকারে ধারণ করে। সেই সাথে প্রতিদিন মেয়েটিকে এসে তাদের সাথে মিশতে বলে। আর তা না হলে এই ভিডিও তারা ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এরই মাঝে মেয়েটার মা তাকে খুজতে শুরু করে। এক পর্যায়ে অসুস্থ্য অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং বিষয়টি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে। পরবর্তীতে স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে তিনি রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আলামিন ফকির ও বিপুল মিয়াকে গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
কালেরকন্ঠ