প্রাণের ৭১

মিয়ানমারে খনিতে ধস, নিহত ১১৩

উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী-বিবিসি

মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে একটি খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রদেশটির হপাকান্ত এলাকায় এ ঘটনা ঘটে।  খনিতে ধসে আরও অনেকে মাটিচাপা পড়েছেন। খবর বিবিসির

 

দমকল বাহিনী জানিয়েছে, সকালে খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। এসময় খনিতে ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির কারণে কাদার স্রোতের নিচে চাপা পড়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে।

 

দমকল বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনিতে ধসের ঘটনা ঘটেছে। গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*