প্রাণের ৭১

কেশবপুরে পিটিয়ে মেছো বাঘ হত্যা

কেশবপুরে পিটিয়ে মেছো বাঘ হত্যা।ছবি: ইত্তেফাক

যশোরের কেশবপুরে আবারো একটি বিলুপ্তপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১জুলাই) দিবাগত রাতে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয়। এ সময় কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙ্গে যায়। তখন বাড়ির মালিকের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এর মধ্যে আরও ৪-৫টি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। ওই সময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

 

আব্দুল কুদ্দুস বলেন, ‘আমাদের বাড়িতে একটি মেছো বাঘ ছাগল খেতে এলে একদল কুকুর বাঘটিকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়। পরে মৃত মেছো বাঘকে মাটিতে গর্ত করে পুতে রাখা হয়েছে।’

 

আরো পড়ুন: দেশে একদিনে শনাক্ত-সুস্থতার নতুন রেকর্ড

 

তিনি আরো বলেন, ‘গত ৩ মাস আগে ওই এলাকায় আরো একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।’

 

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, ‘বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইত্তেফাক






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*