প্রাণের ৭১

সীতাকুণ্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ

মোহাম্মদ হাসানঃ ‘তিনটি করে বৃক্ষরোপণ করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পরামর্শে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ শাখা আজ ৮ জুলাই বুধবার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলার পৌরসদরে রোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির শুভ সূচনা করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খান।

কর্মসূচির শুরুতে সূচনা বক্তব্যে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান বলেন,বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা খরা, ঝড় টর্নেডো, জলোচ্ছাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথা প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পাদক হচ্ছ বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে উঁচু নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।

তাই মুজিববর্ষ উদযাপন এর অনুষঙ্গ হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। যার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হিসেবে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় আশাবাদী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন,নাহিদুজ্জামান নিশাত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুল, আবদুল্লাহ আল নোমান, এম এইচ রিফাত সহ বিভিন্ন ইউনিয়ন ছত্রলীগ নেতৃবৃন্দ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*