প্রাণের ৭১

চট্টগ্রামে আরও ১৬২ জন করোনা রোগী শনাক্ত ১১১৯৩ মৃত্যু ৩ সুস্থ ১৬

মোহাম্মদ হাসানঃচট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ১৬২ জন। মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৯৩ জন।

আজ ১০ জুলাই শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা পজেটিভ পাওয়া যায়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৮টি নমুনা পরীক্ষা করে ২৯ জন শনাক্ত হয়।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের একটি মাত্র নমুনা পরীক্ষা করা হলেও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৬২ জন। এদের মধ্যে নগরে ১১৭ জন এবং উপজেলায় ৪৫ জন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*