ইরানের ওপর নিষেধাজ্ঞার শঙ্কায় বাড়ছে জ্বালানি তেলের দাম
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে তিন বছরের মধ্যে গতকাল মঙ্গলবার জ্বালানি তেলের এই দাম ছিল সর্বোচ্চ।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম গত ছয় দিন ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। গতকাল তা ৭৫ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। আগামী ১২ মে যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের সঙ্গে ছয় জাতি চুক্তি পরিত্যাগের বিষয়ে এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এই পরিস্থিতিতে ওপেকের তৃতীয় সর্বোচ্চ তেল উত্পাদনকারী দেশ ইরান বিশ্বব্যাপী তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। গত বছর ওপেকের ১৪ দেশ এবং রাশিয়াসহ তেল উত্পাদনকারী দেশগুলো তেল সরবরাহ সীমিত করার হুমকি দেয়। এর পর থেকে তেলের দাম বেড়ে চলেছে
« জিহাদী বইসহ দুই ‘জেএমবি’ সদস্য আটক (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ‘মিথ্যা’ বলছেন কিনা ধরে ফেলবে স্মার্টফোন! »