বিলুপ্ত প্রানী চিতা বাঘ
মিরসরাইতে মৃত চিতাবাঘ উদ্ধ্যার
মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ব্রিজের পাশে চিতা বাঘটি মৃত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান গতকাল (২৫ এপ্রিল বুধবার) আনুমানিক রাত ১০ টার দিকে রাস্তায় একটি সিএনজি চালিত ট্যাক্সির সাথে চিতা বাঘটির আঘাত লাগে । ট্যাক্সিটি দুর্ঘটনায় ঘটে এতে ৪ জন যাত্রি আহত হয়।
পরদিন হিঙ্গুলী ব্রিজের কাছে জঙ্গলে চিতা বাঘটির মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা।
« চট্টগ্রামে বারইয়ারহাট পৌরসভা জামাতের আমির গ্রেফতার। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিয়ানমার এইবার খ্রিষ্টান জনগোষ্ঠীদের বিতাড়ন শুরু করছে। »