মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন
বঙ্গ, পুণ্ড্র, রাঢ়, সমতট, হরিকেলসহ বিভিন্ন নামের জনপদের উপস্থিতি ছিল বহুদিন আগে। বাঙালি নামে পরিচিত জাতিসত্তার মানুষের উপস্থিতিও কমদিনের কথা নয়। কিন্তু বাঙালি জাতিসত্তার মানুষের নিজস্ব দেশ হয়েছে মাত্র ৫০ বছর আগে।
হাজার বছরের ইতিহাসের স্বাক্ষরবাহী বাঙালির জাতিরাষ্ট্র গঠনের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির জাতির পিতা তিনি। বাংলাদেশের স্বাধীনতারও তিনিই স্থপতি। বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মীরসরাই উপজেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ আগস্ট শনিবার সকালে মীরসরাই উপজেলা কমপ্লেক্সে চত্তরে জাতির পিতার পতিকৃতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, ইয়াছিন উল্লাহ,মীরসরাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর নবী রাসেল,মেজবাহ উদ্দিন,হাবিব খান,তাওরাত হোসেন, নুর উদ্দিন, আলী মির্জা প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি।