প্রাণের ৭১

আজ সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাতৃপূজা সম্পন্ন

মোহাম্মদ হাসানঃ নিরানন্দে কাটলো এবারের বৈশ্বিক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি করোনা মহামারি সংকটময় সময়ে শারদীয় উৎসব দুর্গাপুজা। লক্ষ্মীবারে মহাষষ্ঠী এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, কিংবা বিজয়া-দশমী বৈচিত্র্যহীন ছিলো পুজা আনন্দ। একরাশ আক্ষেপ আর নিদারুণ করোনা যন্ত্রণাকে সঙ্গী করে কাটবে বাকি উৎসবের দিনগুলিও। কোজাগরী লক্ষ্মীপুজা, কালীপুজা এমনকি দীপাবলিও ।

মন্ডপের ভেতর বিশাল প্যান্ডেলের পাটাতনে একা গৌরীর সংসার! সামনে জনস্রোতের উত্তাল ঢেউ নেই। কচিকাঁচাদের কোলাহল নেই। দর্শকদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের ধস্তাধস্তি নেই। ইমিটেশনের দোকানও খালি। নিঃস্তরঙ্গ মাঠ-ময়দান, বড় রাস্তা, পাড়ার অলিগলি। শেষ কবে এভাবে উৎসব কাটিয়েছে, তা স্মরণ করতে পারলেন না অশীতিপররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দাতেও এতটা ছন্দহীন হয়ে পড়েনি বাঙালির শারদীয় দুর্গা উৎসব।

অশুভ শক্তি বিনাশে কৈলাশ ছেড়ে মর্ত্যলোকে দোলায় চড়ে এসেছিলেন দেবী দুর্গা। ভক্তদের দুঃখ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে গজে করে চলে যাবেন আজ।

মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের ঘণ্টা। মাকে বিদায় দিতে আজ ২৬ অক্টোবর সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে হবে বিজয়া দশমীর বিহিত পূজা। এরপর স্বামীর মঙ্গল কামনায় সধবা নারীরা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবেন। তবে এবার করোনা পরিস্থিতির কারণে সিঁদুর খেলা হচ্ছে না। নিজ নিজ ঘাটে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন আজ সকাল ৯টা ৫৭ মিনিটে বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন হবে। তিনি আরও বলেন, বিজয়া দশমীতে মা দুর্গা সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে যেন সুন্দরভাবে প্রকৃত মানুষ হিসেবে বসবাস করতে পারি, তার জন্য মায়ের কাছে আমাদের আকুল আবেদন। সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাতৃপূজা সম্পন্ন হবে।

প্রসঙ্গত, সারাদেশে এ বছর ৩০ হাজার ২২৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর এ সংখ্যা ছিলো ৩১ হাজার ৩৯৮টি। গতবছরের তুলনায় এবার ১ হাজার ১৭৩টি মন্ডপে পূজা কম হচ্ছে।

অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজা মন্ডপের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২৩৭টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭৪০টি। গতবছরের চেয়ে এবার মাত্র দুটি মন্ডপে পুজা কম হচ্ছে।

এছাড়াও ঢাকা বিভাগে এবার ৭ হাজার ১৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর অনুষ্ঠিত হয়েছিল ৭ হাজার ২৭১টি মন্দিরে। গতবছরের তুলনায় চট্রগ্রাম বিভাগে এবার ৫৫০টি মন্ডপে পূজা কম হচ্ছে। এ বিভাগে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৯০৬টি। খুলনা বিভাগে ৪ হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে ২ হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫৮৪টি,বরিশাল বিভাগে ১ হাজার ৭০১টি, রংপুর বিভাগে ৫ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৩৫ টি মন্ডপে এবার দুর্গাপূজা সমাপ্তি হচ্ছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*