পাকিস্তানে ২০ কোটি ডলার অনুদান স্থগিত বিশ্বব্যাংকের
পাকিস্তানে ২০ কোটি ডলার অনুদান স্থগিত বিশ্বব্যাংকের। ছবি: সংগৃহীত
পাকিস্তানকে দিতে যাওয়া ২০ কোটি মার্কিন ডলার (১৭০০ কোটি টাকা) অনুদান স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। মরণঘাতী করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি ও সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানী গণমাধ্যম ট্রিবিউন।
জানা যায়, গত ২ এপ্রিল পাকিস্তানে করোনা ভাইরাসের মহামারি মোকেবেলায় ২০ কোটি ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী বোর্ড। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির এক জরিপে দেশটিতে করোনা মোকাবেলায় সরকারের কর্মকান্ড তুলে ধরা হয়। সেখানে পাকিস্তানের অবস্থানকে সন্তোষজনক থেকে নামিয়ে অসন্তোষজনক করা হয়। এতেই অনুদানটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংক বলছে, পাকিস্তান সরকার করোনা ভাইরাসের মহামারি মোকাবেলার জন্য বড় বড় বৈদেশিক লন গ্রহণ করছে। কিন্তু সেগুলোর কোনো বাস্তবিক প্রয়োগ করা হচ্ছে না। তাই তাদের জন্য নির্ধারিত অনুদান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।