বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা মূলক বক্তব্যের প্রতিবাদে মীরসরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ
মোহাম্মদ হাসানঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা মূলক বক্তব্যের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগ।
আজ ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে মীরসরাই উপজেলা সদরে বাংলাদেশ ছাত্রলীগ মীরসরাই উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, ছাত্রলীগ যদি মাঠে নামে তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যদি আবারও ধৃষ্টতা দেখান, তাহলে কিন্তু আমরা দাঁতভাঙা জবাব দেব। সারা দেশ মুহুর্তের মধ্যে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে। জাতির পিতাকে নিয়ে দেশ বিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তারা আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, আমরা ছাত্রলীগ কর্মীরা যেমন শান্ত ছেলে হয়ে থাকতে জানি, ঠিক তেমনভাবে মৌলবাদ প্রতিরোধে আকাশে বজ্র হয়েও ঝরতে জানি। আমাদের চারটি মূলনীতি শুধু ছাত্রলীগের একার নয়। দেশের প্রত্যেকটি প্রগতিশীল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীর হৃদয়ের গভীরতম বিশ্বাস থেকে মুক্তিযুদ্ধের উৎসারিত নীতি এসেছে। এ চার নীতি নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, দেশের ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান।
এসময় উপজেলা ছাত্রলীগের সদস্য রিফাত হোসেন সাদ্দামসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।