১৬ জানুয়ারি পর্যন্ত আবার বড়াল শিক্ষা প্রতিষ্ঠান’র ছুটি
মোহাম্মদ হাসানঃ শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা সংকটময় সময়ে ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটি বাড়ানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।
তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে। এরমধ্যে আরো এক দফা বাড়ল সরকার।
« কয়েকশ’ অভিবাসী বন্দির ওপর নির্যাতন চালাচ্ছে সৌদি আরব: এইচআরডব্লিউ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতির পিতার গড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠি ফণা তুলতে চায়: তথ্যমন্ত্রী »