স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় প্রিয় দলের খেলা দেখতে ভাড়া করে আনলেন ক্রেন
ফুটবলের যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এটি যে দর্শককে পাগলের মতো টানে তার একটি জ্বলন্ত উদাহরণ দিলেন এক তুর্কি ফুটবল সমর্থক। স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় প্রিয় দলের খেলা দেখতে ভাড়া করে আনলেন ক্রেন।
জানা গেছে, ওই সমর্থকের না আলি দেমিরকায়া। গত প্রায় ১২ মাস ধরে তুরস্কের দেনিজলি আতাতুর্ক স্টেডিয়ামে তার প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কি কারণে এই নিষেধাজ্ঞা তা অবশ্য পরিস্কার নয়।
তবে কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে হার মানেননি দেমিরকায়া। তিনি এতোটাই উঁচু এক ক্রেন নিয়ে স্টেডিয়ামের পাশে হাজির হন যে গ্যালারির বাইরে থেকেও খেলা দেখতে পান।
তার প্রিয় দল দেনিজলিসপোর’র খেলা দেখেছেন মাঠের দর্শকের মতোই। সবার সঙ্গে তাল মিলিয়ে তালি বাজিয়েছেন, উঁচু ক্রেনের ওপর নাচানাচি করেছেন, নিজের শার্ট উড়িয়েছেন।
তুর্কি গণমাধ্যমের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ম্যাচের ৭৫ মিনিট থেকে খেলা দেখা শুরু করেন দেমিরকায়া। তবে কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ তাকে ক্রেন থেকে নেমে আসতে বলে। শেষ গোলটি মিস করলেও তার প্রিয় দল দেনিজলিসপোর জিতেছে ৫-০ গোলে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।