প্রাণের ৭১

চার জাহাজে তৃতীয় ধাপে ১৭৭৮ রোহিঙ্গা ভাসানচরের পথে

মোহাম্মদ হাসানঃ ফের তৃতীয় ধাপে রোহিঙ্গাদের ১ হাজার ৭৭৮ জন নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

আজ ২৯ জানুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজের তিনটিতে রোহিঙ্গারা অপর একটিতে রোহিঙ্গাদের মালপত্র নিয়ে তারা ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোজাম্মেল হক।

গেলো দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টারদিকে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। রওয়ানা হওয়া জাহাজগুলো ভাসানচরে পৌঁছাতে তিন ঘণ্টার মত লাগবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ আর দ্বিতীয় দফায় ৪২৮টি পরিবারের ১ হাজার ৮০৫ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা এখন ৩ হাজার ৪৪৭। তারও আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*