প্রাণের ৭১

চট্টগ্রাম বন্দর ছাড়ল রাশিয়ান নৌবাহিনীর জরিপ জাহাজ

রাশিয়ান নৌবাহিনীর জরিপ জাহাজ ‘এডমিরাল ভ্লাদিমিরক্সি’ চারদিনের শুভেচ্ছা সফর শেষে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

এ সময় চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার (অপারেশন্স) ক্যাপ্টেন মির্জা মামুন-উর-রশীদ তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বাংলাদেশ সফরকালে জাহাজটির অধিনায়ক আলেকজান্ডার ভিয়াসসাবোভিচ পাইসিন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনের ডিফেন্স এডভাইজারসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ ছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রশিক্ষণ ঘাঁটি ও স্থাপনাসহ চট্টগ্রামের ঐতিহাসিক এলাকাসমূহ পরিদর্শন করেন।

এ সফর বাংলাদেশ ও রাশিয়ান নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

জাহাজটি গত ২৮ এপ্রিল চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*