প্রাণের ৭১

বিজয়ী হলে বারইয়ারহাট পৌরসভার ১নং ওয়ার্ডকে দ্রত সব ধরনের উন্নয়ন করবে মনজু

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বারইয়ারহাট পৌরসভার ১নং ওয়ার্ডকে গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ সাহাদাত হোসেন (খন্দকার মনজু)।

 

নাগরিক দুর্ভোগ লাঘবের মাধ্যমে একটি আধুনিক মডেল ওয়ার্ড গঠন করে দুস্থ, অসহায় ও অদক্ষ পুরুষ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ্য। এক্ষেত্রে দারিদ্র্য বিমোচন করে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আধুনিক নাগরিক সুবিধা সংবলিত একটি ডিজিটাল ওয়ার্ড গঠন করার কথা বলেন।

 

নির্বাচিত হলে শিশু-কিশোরদের বিনোদনের জন্য গড়ে তুলবেন খেলার মাঠ ও পার্ক। তাছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি বারইয়ারহাট পৌরসভা নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*