পাকিস্তানে এক হিন্দু পরিবারের ৫ সদস্যকে হত্যা
পাকিস্তানে আবারও দেশটির সংখ্যালঘু হিন্দুরা হামলার শিকার হয়েছেন। শুক্রবার অজ্ঞাত আততায়ীরা একটি হিন্দু পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ড শুক্রবার রহিম ইয়ার খান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে আবু ধাবি কলোনীর ১৩৫-পি চকে ঘটেছে।
রাম চাঁদ নামে ৩৬ বছর বয়সের এক ব্যক্তি এবং তার পরিবারের পাঁচজনকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হয়।
পাকিস্তানের সমাজকর্মী বীরবল দাস জানান, রাম চাঁদ দীর্ঘদিন ধরে এলাকায় দর্জির কাজ করতেন। এলাকায় সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল। কোনও বিবাদেও কখনও জড়াননি রাম চাদ। আর সেই ব্যক্তি এবং তার পরিবারকেই এমন নৃশংসভাবে হত্যা করা হলো। ঘটনাটি জানতে পেরে তার মতো অনেকেই অবাক হয়েছেন।
কয়েকদিন আগেই পাকিস্তানে হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি চিঠি দেয় হিন্দু ফোরাম অব ব্রিটেন। চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু নাগরিকরা খুব সমস্যার মধ্যে রয়েছেন। নানা অত্যাচার ও অবিচারের শিকার হচ্ছেন তারা। ক্রমে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে হিন্দুদের রক্ষা করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থার দাবি জানাচ্ছি।